বাকেরগঞ্জে সিপিবির হাটসভায় সন্ত্রাসী হামলায় বরিশালে প্রতিবাদী সমাবেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা বাজারের গত রবিবার (১৩ মার্চ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাটসভায় আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদী সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোট।
সোমবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সমানে সদর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'গতকাল রবিবার (১৪ মার্চ) বিকালে কমনিস্ট পার্টির 'দাম কমাও জান বাঁচাও' শীর্ষক কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার গোমায় এক হাটসভায় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হামলা করে এসময় ব্যানারও ছিনিয়ে নেয়।
এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এ প্রতিবাদী সমাবেশের বক্তারা।
কমোনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমোনিস্ট পার্টির বরিশাল জেলার সভাপতি মিজানুর রহমান সেলিম, মহানগর কমিটির সভাপতি বিমল মুখার্জি, কেন্দ্রীয় কমোনিস্ট পার্টির সদস্য মোতালেব মোল্লা, বাসদের সদস্য ডা. সচিব মনিষা চক্রবর্তী, জেলা কমোনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ দাস মুন্সী প্রমুখ।