বাগেরহাটে ৬৫টি ইউপিতে চলছে নির্বাচন

বাগেরহাটে ৬৫টি ইউপিতে চলছে নির্বাচন

বাগেরহাট জেলার ৯টি উপজেলায় আজ সোমবার সকাল ৮টা থেকে ৬৫টি ইউনিয়নে ৫৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

অন্যদলগুলো এই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটির বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দিতা করায় সহিংসতার আশঙ্কায় জেলার সব কেন্দ্রের সবকটিকেই ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

এই অবস্থায় বাগেরহাটে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ চলছে। বাগেরহাটে ৬৫টির মধ্যে ৪টিতে ইভিএমএ ও ৬১টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।  
বাগেরহাটে ৬৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সদস্য প্রার্থী দুই হাজার ২৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন। তবে ভোটগ্রহণের আগেই বিনাভোটে জেলার ৬৫টি ইউনিয়নের ৩৮টিতে চেয়াম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।  

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ 
২২ জন সদস্যের পাশাপাশি প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টহল টিম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।