বানারীপাড়া পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত

বরিশালের বানারীপাড়া পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত সোমবার জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু এবং সদস্য সচিব আকতার হোসেন মেবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের ২৭ এপ্রিল গঠিত বানারীপাড়া পৌর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ। সংগঠন পুনর্গঠনের জন্য এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত শাখার অনুকূলে গঠিত সাংগঠনিক টিম ওই শাখার যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।