বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের র্যালী

বরিশালর বিভাগীয় সমাবেশ সফল ও ১৪দফা দাবী আদায়ের লক্ষে বানারীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালী ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
পীর সাহেব চরমোনাই মাওলানা রেজাউল করিমের আহবানে আগামী ২০মে শুক্রবার বরিশাল বেলস পার্কের বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শীহাবুদ্দিনের নেতৃত্বে বানারীপাড়া ফেরিঘাট থেকে বন্দর বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে মদের আইন বাতিল,দ্রব্যমুল্যে উর্দ্বগতি রোধ,ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ ও আলেম ওলামাদের হয়রানীর প্রতিবাদে র্যালী ও দাওয়াতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ সামিম হাসান,শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ শাহজালাল,ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ,যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক জালিস মাহমুদ প্রমুখ।