বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর পাওয়াগেছে।ঘটনাটি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষি ব্যাংকের সামনে বেপারী বাড়ীতে গতকাল শুক্রবার বেলা ৩.৩০মিনিটে ঘটেছে বলে জানা যায়।এ ব্যাপারে আহত লাকী বেগম বানারীপাড়া থানায় মোঃ বাপ্পি (৩৫),সবুরজান বেগম(৪৫),সুমা বেগম(৩৫),রিমা বেগম(২২) ও আয়শা বেগম সহ মোট পাচজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে সবুরজান বেগম গংদের সাথে লাকী বেগমদের পূর্ব শত্রুতা চলে আসছিলো। ঘটনার দিন বেলা ৩.৩০মিনিটে বাচ্ছারা উঠানে খেলার সময় অপরিচিত এক ব্যাক্তিকে টাকলু বলায় আসামী পক্ষ বাচ্চাদের উপর ক্ষিপ্ত হয়। ওই বাচ্চাদের মায়েরা তার প্রতিবাদ করলে সবুরজান বেগম,সুমা বেগম সহ আসামীরা দা,লাঠিসোটা নিয়ে লাকী বেগম ও শিমু আক্তারের উপর হামলা চালায়।
এসময় আসামীরা লাকী বেগম ও শিমু আক্তারের কানে,গলায় থাকা দুল ও চেইন প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় যাহার বর্তমান বাজার মুল্য প্রায় এক লাখ চার হাজার টাকা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।
এ দিকে অভিযুক্তদের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত বাপ্পি ও রিমা জানান তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।তারা আরো বলেন বিরোধী পক্ষ তাদের বাড়ী ঘর ভাংচুর করে স্বর্ণের চেইন,আংটি ও নগত ষাট হাজার টাকা নিয়ে যায়।এ ঘটনার তদন্তে লবনসাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।