বানারীপাড়ায় সমবায় দিবস উদযাপিত

বানারীপাড়ায় সমবায় দিবস উদযাপিত

‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায়  ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর)  সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে পৌরসভার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা শেষে বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে ও  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,কেন্দ্রীয় বিআরডিবি'র বানারীপাড়া উপজেলার নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা আফছানা শাখি, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা তাহেরুল ইসলাম সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।