বানারীপাড়ায় স্থানীয় সংসদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন

বানারীপাড়ায় স্থানীয় সংসদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন

বরিশালের বানারীপাড়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরের সদর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন এবং সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন তারা। 

মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. শাহেআলম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, বানারীপাড়া পৌর শহরে সদর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙ্গে সেখানে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৩তলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং এর পাশে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জমিতে ১৮ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। সরকারের এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

পরিদর্শন এবং মতবিনিময় সভায় শেষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার সমাধী ও তার প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সার্বজনিন মন্দির এবং কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক।