বাবুগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

বাবুগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে হাজির হন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বাবুগঞ্জের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মাস্টার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খন্দকার কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মন সহ বিক্ষোভ মিছিলে বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।