বাবুগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মিলন মৃধাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

বাবুগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মিলন মৃধাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাবুগঞ্জ উপজেলার সদর রহমতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলী সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায়  বুধবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগ’র দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগ’র সহসভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরওয়ার রাজীব, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসন টুটুল, মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করীকুল হাসান মিঠু খান, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, জেলা পরিষদের সম্মানিত সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আঃ মান্নান হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ার  হোসেন, আব্দুল মতিন রাড়ী, নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ-জামান মিলন, দপ্তর সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র পাল, শ্রম বিষয়ক সম্প জাহাঙ্গীর আকন, বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক হুমায়ুন সরদার, মানব সম্পদ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল তালুকদার, সম্মানিত সদস্য রিফাত জাহান তাপসী, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, মাধবপাশা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, রহমতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন ৫নং রহমতপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌক প্রতিক’র প্রার্থী মৃধা মুহা. আক্তার উজ-জামান মিলনকে যয়যুক্ত করতে দলীয় সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানের লক্ষে ওই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মিলনকে যয়যুক্ত করতে ইতিপূর্বে সমর্থন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।