বাবুগঞ্জে ইমামের হাতের কব্জি কর্তনে কঠোর শাস্তি দাবী করলেন দোষী বাবলুর মা ও ভাই

বাবুগঞ্জে মসজিদের ইমাম ইয়াকুব আলীর হাত কর্তনের অলোচিত ঘটনায় গ্রেফতার বাবলু মাঝীর দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়েছেন তার গর্ভধারিনী মা ও বড় ভাই। বাবলু মাঝির মা রুনু বেগম গনমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমার সন্তান যে অপরাধ করেছে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। ইমাম ইয়াকুব আলী একজন সৎ ও ভালো মানুষ, আমরা তাকে সম্মান করি। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি ও আমার ঘাতক ছেলে বাবলুর আইনানুগভাবে সর্বোচ্চ শাস্তি দাবী করি’।
একই সময় বাবলুর বড় ভাই মিন্টু মাঝি বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন যাবৎ চট্রগাম চাকরি করতো। শুনেছি চাকরির ফাঁকে সেখানেই একটি মাদ্রাসায় পড়াশোনা করেছে। করোনা কালীন সময় থেকে সে বাড়িত অবস্থান করছে । সে কারো সাথে বেশি কথা বলতো না । একা একা থাকতে পছন্দ করতো । মাঝে মাঝে ঘরে বসে বই পুস্তক পড়তো। কারো কাছে কিছু সেয়ার করতো না। স্বাভাবিক নয় এমন জীবন যাপন করতো। সে মাঝে মাঝে মসজিদে একা একা নামাজ আদায় করতো। ইমাম সাহেবের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিলো। তার মত ভালো লোক খুঁজে পাওয়া যায় না। এমন লোকের হাত কর্তন করা স্বাভাবিক লোকের কাজ নয়। এমন কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ করতে সাহস না পায়’।
এদিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর বায়তুন ণূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইয়াকুব আলী(৩৫)’র হাতের কবজি কর্তনের প্রতিবাদে শনিবার ও রবিবার বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সম্মেলিত ইমাম পরিষদ। মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন এলাকার মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।