বাবুগঞ্জে জমি বিরোধের জেরে আহত ও গুম করার হুমকিতে সংবাদ সম্মেলন

বাবুগঞ্জে জমি বিরোধের জেরে আহত ও গুম করার হুমকিতে সংবাদ সম্মেলন

 

দীর্ঘ দিন জমি বিরোধের জের নিয়ে বাবুগঞ্জে  মোসা: হামিদাকে আহত ও গুম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ মার্চ) বেলা ১২ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ মোসা: হামিদার সন্তান মো. জুবায়ের হোসেন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জুবায়ের হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, 'দীর্ঘ দিন জমি জমা নিয়ে বিরোধ চলে আমাদের প্রতিবেশী দের সাথে সেই জের ধরে গত ১৭ মার্চ সকাল ১০ টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন ৫ নং রহমতপুর ইউপির ২ নং ওয়ার্ড এর মহীষাদী আমাদের বসতঘরে এবং আমার বাবা এবং মা মোসা. হামিদার উপর হামলা চালায় স্থানীয় মো. শাকিল রানা ও মো. সোহেল রানাসহ অজ্ঞাত কয়েকজন । 

জুবায়ের হোসেন বলেন, 'ঘটনার দিন আমাদের বসতঘরে মো. শাকিল রানা ও মো. সোহেল রানা অকথ্য ভাষায় গালাগালি করলে আমার মা প্রতিবাদ করেন। এসময় দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করে। পরে আমার বাবা মো. নাসির উদ্দীন এগিয়ে আসলে তাকেও মারধর করে আনুমানিক ৪০ হাজার টাকার স্বর্নের চেইন নিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কা জনক অবস্থায় শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ৩ এর ৯ নম্বর ওয়ার্ডে মা, বাবাকে ভর্তা করাই। বর্তমানে তারা হাসপাতালেই  চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে গত শুক্রবার (১৮ মার্চ) বরিশাল এয়ারপোর্ট থানায় মো. শাকিল রানা, মো. সোহেল রানা, আলী আজগর কে আসামী করে একটি মামলা মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় মামলা করার পর থেকে জুবায়ের হোসেন এর পরিবারের উপর হত্যা হুমকি ও গুম করার হুমকি দিয়ে আসছে বলে জানান যুবায়ের হোসেন।

জুবায়ের হোসেন আরো বলেন, 'অদৃশ্য শক্তিতে গত শনিবার ১৯ মার্চ শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার মায়ের নাম কেটে দেওয়া হয়। তাতে আমার মা এর চিকিৎসার ব্যাঘাত হয়েছে। আমি এখন নিরাপদ নয়। এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সোহেল রানাকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই অবগত নই।