বাবুগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

বাবুগঞ্জে উপজেলা পর্র্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মো.মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আফিদা খাইরুল, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, সাবেক সভাপতি শাহজাহান খান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহাম্মেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
পরে একই হল রুমে ২ঘন্টা ব্যাপি জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১উদ্যাপন উপলক্ষ্যে বিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট সবাই বক্তব্য পরিবেশন করেন।