বাবুগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

বাবুগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার বিকাল ৫ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজারে এ লিফলেট  বিতরণ শুরু করা হয়।

লিফলেট বিতরণ পরবর্তী এক সুধী সমাবেশে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল করিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোঃ মজিবুর রহমান নান্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আক্তার হোসেন মেবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনায়েত হোসেন বাচ্চু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকদলের সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আকিব হোসেন ইমরান, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) জাকির হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ পরবর্তী সুধী সমাবেশে বরিশাল জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, জনগণের উপর দ্রব্যমূল্য চেপে বসেছে সে জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্যই বিএনপির এ কর্মসূচি। সারা দেশের ন্যায় বাবুগঞ্জেও লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচী প্রতিটি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হবে। তাই এই কর্মসূচীতে সাধারণ জনগণকে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।