বাবুগঞ্জে পৃথক অভিযানে ৯ কেজি গাঁজা ও ২১৫পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

বাবুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও ২১৫পিচ ইয়াবাসহ দুই মদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) গোয়েন্দা শাখা এবং ক সার্কেল শাখার সদস্যরা।
সোমবার ৮নভেম্বর দুপুর ১টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিন ও পূর্ব রাকুদিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদকসহ মোসাঃ সেলিনা বেগম ও মামুন হাওলাদার কে আটক করেন তারা। সেলিনা বেগম দক্ষিন রাকুদিয়া গ্রামের সেন্টু তামিদারের স্ত্রী এবং মামুন পূর্ব রাকুদিয়া গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র। অভিযানকালে সেন্টু তামিদারের গৃহের কক্ষ তল্লাশি করে ৯কেজি গাাঁজা ও ১১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মামুনের দেহ তল্লাসি করে ১০৫পিচ ইয়াবা উদ্ধার করেন ক সার্কেল শাখার সদস্যরা। এদিকে মাদক ব্যবসায়ী সেলিনা গ্রেপ্তার হলেও মূল হোতা তার স্বামী সেন্টু তামিদার পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন এবং ক সার্কেল শাখার এস আই কায়সার বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, সেন্টু তামিদার ও স্ত্রী সেলিনা বেগম দম্পতি এবং মামুন হাওলাদার দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।