বাবুগঞ্জে বাল্য বিবাহ ও যৌন সহিংসতা বন্ধে সচেতনতামূলক সভা ও র্যালি

বাল্য বিয়ে ও যৌন সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের উদ্যোগে সোমবার সকালে র্যালি শেষে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালায় হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলাম জামালের পরিচালনায় ও রাকুদিয়া বালিকা মাধ্যদিক বিদ্যালার প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বাল্য বিয়ে ও যৌন সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতার উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর প্রতীক রতন আলী শরীফ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বিদ্যালয় দাতা সদস্য মোঃ আবু বকর সিদ্দিক খান, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব আরিফ আহমেদ মুন্না, দি হাঙ্গার প্রজেক্ট- বরিশাল বিভাগীয় ফিন্ড অফিসার মোঃ মোজামেল হক, রাকুদিয়া বালিকা মাধ্যদিক বিদ্যালয় শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মোঃ কবির হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।