বাবুগঞ্জে বিএনপি নেতাদের বাসায় পুলিশি অভিযান

আগামী ৫ নভেম্বর বরিশাল বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাদের বাসায় বাবুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী রহমতপুর ইউনিয়নের যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমতান টুলু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত অফিযোগ করে বলেন, সোমবার ৩১ অক্টোবর দিবাগত রাতে তাদের বাসায় পুলিশ অভিযান চালায়। তারা বলেন ৫নভেম্বর বিভাগীয় বিএনপির গণসমাবেশকে বিঘিœত করতে কোন কারণ ছাড়াই ওই অভিযান চালান থানা পুলিশ। এতে দদলীয় নেতা কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এব্যপারে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন বিএনপি নেতা কর্মীদের বাসায় অভিযানের বিষয়টি সত্যি নয়।
আর এমন ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহা ম্মেদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিরন কাজী, আরিফুর রহমান শিমুল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মালেক সিকদার, দুলাল চন্দ্র সাহা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, বিএনপি নেতা মনিরুজ্জামান মিল্টন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন খান, বিএনপি নেতা হাসানুর রহমান খোকন, যুবদল নেতা রাজন সিকদার, বিএনপি নেতা আব্দুল আলিম, আনোয়ার হোসেন হেমায়েত, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল সভাপতি রোহান সিকদার, সাধারণ সম্পাদক আসিফ সিকদার প্রমূখ।