বাবুগঞ্জে রিপার ঝুলন্ত লাশ : আসামীদের ফাঁসির দাবি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিপার মরদেহ নিজ গৃহের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই বাবুগঞ্জ থানায় রিপার বাবা হেমায়েত কাজী বাদী হয়ে আত্ম হত্যায় প্ররোচনায় জড়িত দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন।
কলেজ ছাত্রী রিপাকে পরিকল্পিত হত্যা দাবী করে জরিতদের বিচারের দাবীতে কর্মসূচী পালন করেছেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
তাদের দাবী রিপা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে রিপার প্রেমিক আফজাল ও তার মা আসমা বেগমসহ কয়েকজন।
রবিবার ১ জানুয়ারি সকাল সারে ১০ টা থেকে দুপুর সারে ১১টা পর্যন্ত বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে রহমতপুর মীরগঞ্জ সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, রিপাকে হত্যা করা হয়েছে আর এ হত্যার সাথে জড়িত প্রেমিক আফজাল ও তার মাকে বিচারের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।
এসময় মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম খলিলুর রহমান, বাবুগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজন শিকদার, রিপার প্রতিবেশী বেলায়েত কাজী , রিপার বড় চাচা আবু কাজী, দিলু কাজী, ইউসুফ কাজী, বড় বোন আসমা আক্তার, ছোট বোন নিতু, ইউপি সদস্য মোঃ সুমন সিকদার, মহিলা সদস্যা ফারজানা ইয়াসমিন মুক্তা, মুনিরা বেগম, সাদ্দাম হোসেন, রোহান ও নিকটাত্মিয়সহ এলাকাবসী।
নিহত রিপা আক্তার(১৯) বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিল এবং রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের হেমায়েত কাজীর কন্যা।