বায়তুল মোকাররমের নামাজের প্যান্ডেল ভাঙলো ঝড়ে

বায়তুল মোকাররমের নামাজের প্যান্ডেল ভাঙলো ঝড়ে
হঠাৎ ঝড়ের কবলে ভেঙে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি অস্থায়ী প্যান্ডেল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ঝড় শুরু হলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে দায়িত্বরত জীবন মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।