হঠাৎ ঝড়ের কবলে ভেঙে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি অস্থায়ী প্যান্ডেল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ঝড় শুরু হলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে দায়িত্বরত জীবন মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।