বার কাউন্সিল নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বার কাউন্সিল নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৫ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে গত ১৮ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন স্বাক্ষর করেন এটি।

এবারের নির্বাচনে সারাদেশের প্রায় অর্ধ লাখ আইনজীবী তিন বছরের জন্য ১৪ জন প্রতিনিধি নির্বাচন করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল ঘোষণা করা হয়েছিল।

বার কাউন্সিলের বর্তমান কমিটির মেয়াদ আগামী জুনে শেষ হবে। তার আগেই নির্বাচন সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

বার কাউন্সিলের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বাকি ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। সারা দেশের সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন ও দেশের ৭টি অঞ্চল থেকে বাকি ৭ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করবেন।

সবশেষ ২০১৮ সালের অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ১২টি পদে ও বিএনপি সমর্থক আইনজীবীরা দুটি পদে বিজয়ী হন। পরবর্তীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।