বাড়ল কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতির কারণে নিকটবর্তী দেশ কানাডা এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সীমান্তের উভয় পাশের মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই সংক্রমণের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত প্রথম বন্ধ করা হয় গত বছরের মার্চ মাসে। সংক্রমণ সীমিত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়। এরপর প্রতি মাসেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্র: সিটিভি নিউজ।
ভোরের আলো/ভিঅ/২০/০১/২০২১