বিএনপি করোনায় আক্রান্ত : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে বলেন, বিএনপি করোনায় আক্রান্ত এবং তাদের মাঠে নামার মেরুদণ্ড নেই। বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় রয়েছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গণতন্ত্র ফোরামের নেতাকর্মী প্রমুখ ।