বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এ তথ্য জানিয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয় শওকত মাহমুদকে।
এর আগে গত বছরের এপ্রিলে শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। তখনও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছিল।