বিএনপি নেতা এন আই খান মারা গেছেন

বিএনপি নেতা এন আই খান মারা গেছেন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এন আই খান মারা গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যালিফোর্নিয়া নিবাসী এন আই খানের ছেলে সাদিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, মৃত্যুকালে এন আই খানের বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধ্যক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

টাঙ্গাইলের মির্জাপুরের এন আই খান সাত সন্তানের জনক। তিনি বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআই এর সদস্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার স্ত্রীর কবরের পাশে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সাদিকুল জানিয়েছেন।