বিএনপি ১৪ বছর ধরে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে

বিএনপি ১৪ বছর ধরে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে

বিএনপি প্রায় গত ১৪ বছর ধরে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেসক্লাবে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণ সভায় এ কথা জানান তিনি।

‘বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভায় আয়োজন করা হয়।

সামনে আমাদের খুব কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রায় ১৪ বছর ধরে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং মানুষকে জাগিয়ে তুলতে পারি। আর মানুষকে রাস্তায় নিয়ে এসে এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে গণঅভ্যত্থান গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

দেশে গণতান্ত্রিক আন্দোলনে সব থেকে বেশি ত্যাগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ এই নেত্রীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আর তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন।