সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপরর্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন এদেশে পুলিশকে টাকা দিলে সব হয়। একই সঙ্গে কর্মসূচি থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন। পুলিশের কঠোর বেস্টনীতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এসরকার এদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা রাতের আধারে পুলিশের দেয়া ভোটের সরকার। তাই তারা পুলিশ ও বিচার বিভাগকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা করছেন। পুলিশকে টাকা দিলে সব হয়। বাংলাদেশে আজ কোন আইনের শাসন ব্যবস্থা নেই। এদেশে এখন আওয়ামী লীগের শাসন চলছে। আওয়ামী লীগ সরকার ২ কোটি টাকার মিথ্যা দূর্নীতির অভিযোগ এনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়ে রেখেছে। অন্যদিকে রূপপুর পারমানবিক কেন্দ্রে একটি বালিশ ক্রয় করার নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে যাচ্ছে। বাংলার মানুষ একদিন এর হিসাব নেবে।
বক্তারা বলেন, খালেদা জিয়া এ অবৈধ সরকারের কাছে করুনার জামিন প্রার্থনা করবেন না। আমরা আইনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনার আন্দোলন সংগ্রমের মাধ্যমে আনব। এজন্যই আগামী আন্দোলন সংগ্রামে দলীয় নেতা-কর্মীরা যেখানে থাকেন সকলকে ঐক্যবদ্ধভাবে বের হয়ে আসার আহবান জানান।
জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মুলাদী উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তরিকুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন উপজেলার যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বিএনপির চেয়াপরর্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে বিএনপির মানববন্ধন উপলক্ষে সদর রোডসহ আশপাস এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।