বিএনপির সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা পুলিশের

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশকে ঘিরে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রেসক্লাবে কিংবা পল্টনে যেতে হলে পথচারীদের পুলিশকে আইডি কার্ড দেখাতে হচ্ছে। অন্যথায় পুলিশ কাউকে প্রেসক্লাবের দিকে যেতে দিচ্ছ না।
বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও তার খেতাব বাতিলের ষড়যন্ত্র, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিন এবং লেখক মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইর বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
এদিকে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।