বিএনপির সমাবেশের কথা জানে না বরিশাল বাস মালিক সমিতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগেই ঢাকা বরিশাল মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার দাবিতে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।
বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ‘বিএনপি সমাবেশের বিষয়ে আমরা কিছুই জানি না। আর এই ধর্মঘটের সাথে বিএনপির সমাবেশের কোন রকমের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেছেন, ‘পদ্মাসেতু চালু হওয়ার পরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। তাই মহাসড়ক থেকে থ্রি হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি আরও ৭ দিন আগে থেকেই আমাদের মধ্যে মিটিং চলছে। সে অনুযায়ী আমরা সিধান্ত নিয়েছি।’
এ ধর্মঘটের বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) বিকালে নিশ্চিত করেছেন কমিটির সম্পাদক কিশোর কুমার দে। ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপিও দিয়েছে তারা। আগামী ৩ নভেম্বরের মধ্যে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর খুলনা এবং ১৫ অক্টোবরের ময়মনসিংহের বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেও বাস ধর্মঘটের ঘটনা ঘটেছিল।