বিএনপি’কে দমনে প্রশাসন রাজপথে নামলে এ দেশের অবস্থাও শ্রীলংকার মতো হবে - হাফিজ উদ্দিন

বিএনপি’কে দমনে প্রশাসন রাজপথে নামলে এ দেশের অবস্থাও শ্রীলংকার মতো হবে - হাফিজ উদ্দিন

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বিএনপি’কে দমনে প্রশাসন রাজপথে নামলে এ দেশের অবস্থাও হবে শ্রীলংকার মতো। অতীতে সরকারের চাপে বিনা ভোটে নির্বাচিত হতে সহায়তা করেছেন। জনগন এমনটা আর দেখতে চায় না।

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে  শনিবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপি যৌথ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রশাসনকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আপনারা ভালো হয়ে যান। নিরপেক্ষ আচরন করেন। বিএনপি’কে দমন করতে রাজপথে নামলে এ দেশের অবস্থাও শ্রীলংকার মতো হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তিনি। 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা (দক্ষিন) বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু। 

মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিন জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও উত্তর জেলার সদস্য সচিব মিসজানুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ ও আবু নাসের মো. রহমতউল্লাহ এবং মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ। 

বিএনপি’র ৩ ইউনিটের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ব্যস্ততম সদর রোডে যানবাহন চলাচল ব্যহত হয়। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। 

এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ঘিরে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।