বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক বরিশালে চ্যাম্পিয়ান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায় গত শনিবার (২৯ অক্টোবর) মুখর ছিল নগরীর আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশন।
অংশগ্রহণকারী ৮টি বিদ্যালয়ের বিতার্কিকরা লটারীর মাধ্যমে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বিতর্কে অংশ নেন। বিতর্ক শেষে চ্যাম্পিয়ন দলের হাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই।
সমাপনি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান, বিএম কলেজের সহযোগী অধ্যপক তপন সাহা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবতী। সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি তৌফিকুর রহমান।
প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যলয়। বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আছমত আলী খান (এ.কে) ইনষ্টিটিউশনকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় বরিশাল জিলা স্কুল এবং আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয় শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
সেমিফাইনালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যন্ড কলেজকে এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় বরিশাল জিলা স্কুলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রতি™^›ি™^তাপূর্ন ফাইনাল রাউন্ডে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রানার্স আপ দলের দলনেতা কারিমা শেখ মুমু।
‘বির্তক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ শেèাগানকে তুলে ধরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গত শনিবার বেলা ১১টায় আছমত আলী খান (একে) ইন®িদ্বটিউশনের বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম মিলনায়তনে প্রতিযোগীতার উ™ে^াধন করেন আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আইরীন পারভীন।
বরিশাল জেলা পর্বের বিতর্ক উৎসবে অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হচ্ছে- বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়, শেখ হাসিনা ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আছমত আলী খান (একে) ইনস্টিটিউশন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।