বিজিবি-বিএসএফ ডিজি সম্মেলন

বিজিবি-বিএসএফ ডিজি সম্মেলন

ভারতের গৌহাটিতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল এখন ভারতে অবস্থান করছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে।

প্রতিনিধিদলটি চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধিদল বিএসএফের হেলিকপ্টারে করে ভারতের গৌহাটিতে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

আজ বিকেল ৩টায় ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, আইপিএস এর নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।

আগামী ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে সম্মেলনের যৌথ আলোচনার দলিল (JRD) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সম্মেলন শেষে আগামী ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন।