বিদেশ থেকে এলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মূলত দেশে প্রবেশমাত্র তাদের কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করতেই এ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি নজরে আনেন। এছাড়াও করোনা প্রতিরোধে সরকারকে আরো ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার করোনা থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন ল’ অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। সেইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চাওয়া হয় রিটে।