বিদেশি প্রভাব থেকে মুক্তি চায় স্বাধীন বাংলাদেশ : ফজলুল হক

বিদেশি প্রভাব থেকে মুক্তি চায় স্বাধীন বাংলাদেশ : ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিপন্ন করছে। তিনি বলেন, তারা চান না বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকুক।

বুধবার ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য’ শীর্ষক একটি আলোচনা সভায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাটি রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ সংগঠন আয়োজন করেছিল।

তিনি আরো বলেন, একদল বুদ্ধিজীবী আছেন যারা যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থক এবং এখন প্রবলভাবে ভারতের বিরোধিতা করছেন। কিন্তু ভারতের চারদিকে আমাদের সীমান্ত রয়েছে, তাই এই উগ্র ভারত বিরোধিতা আমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে দেশ দখল না করে বরং রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে চায় দুর্বল দেশগুলোর ওপর।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, আমাদের রাজনীতি এখন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ নিয়ে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচার ব্যবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক মামলার ক্ষেত্রে দেখা যায়, আদালত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নির্দেশনার ওপর নির্ভর করছে রায় দেওয়ার ক্ষেত্রে। এর ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনেকের ধৈর্য্যের বাইরে চলে যাচ্ছে। তবে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করুক তারা। এজন্য উপদেষ্টাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, আহ্বায়ক আসাদুজ্জামান, সাবেক সচিব আবু আলম শহিদ খান, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ।