বিদ্যুতের ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান মেয়র সাদিকের

বিদ্যুতের ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান মেয়র সাদিকের

বিদ্যুতের ব্যবহারে বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্যসহ সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

সোমবার রাতে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিসিসির সকল বিভাগ ও শাখা প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি আহবান জানান।সভার শুরুতে দেয়া দেয়া বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী একটা সমস্যা তৈরি হয়েছে।এই সংকট মোকাবিলায় আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে। মেয়র সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন, এ্যানেক্স ভবনসহ নিয়ন্ত্রাধীন সকল ভবন ও কার্যালয়ে কর্মরতদের দৈনন্দিন কার্য সম্পন্নের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে আরো মিতব্যয়ী হতে হবে।

এবিষয়ে বিসিসির বিদ্যুৎ বিভাগকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, আপনার খেয়াল রাখবেন যাতে করে অকারনে যেন বিদ্যুতের অপচয় না হয়। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নাগরিক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যার যার দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।

নগরবাসীকে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, মসজিদে এসি ব্যবহার বন্ধ করা হয়নি। নামাজের সময়ে এসি ব্যবহার করে অন্য সময়ে বন্ধ রাখার আহবান জানানো হয়েছে। মেয়র মনে করেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে সকলের সম্মিলিত সহযোগিতায় তা অচিরেই কেটে যাবে।