বিনয়ী থেকে সেরাটা খেলতে হবে

বিনয়ী থেকে সেরাটা খেলতে হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশকে। যে পর্বে ফেভারিট হিসেবেই নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। তবে কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার কথায়, বিনয়ী থেকে সেরাটা খেলতে হবে।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হচ্ছে রবিবার। উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে টাইগাররা।

প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। সবাই আইসিসির সহযোগী সদস্য দেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই। তবে কোনো প্রতিপক্ষই ছোট করে দেখতে রাজি নন।

শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা এমন একটা ফরম্যাট যেখানে প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। প্রতিপক্ষ যেই হোক।’

তার কথায় বিনয়ী থেকে সেরাটা দিয়ে যেতে হবে, ‘বিনয়ী থাকতে হবে এবং আমাদের সেরা খেলার মন মানসিকতা থাকতে হবে। এই মুহূর্তে আমাদের ওটাই চিন্তাভাবনা, যেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি।’

অধিনায়ক হিসেবেও নিজের সেরাটা দিতে চান মাহমুদউল্লাহ, ‘যতটুকু পারি দলে অবদান রাখার চেষ্টা করব, দলের ইতিবাচক ফলাফল আনার চেষ্টা করব।’

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।