বিপিএলে প্রথম জয় পেলো বরিশাল

বিপিএলে প্রথম জয় পেলো বরিশাল

শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এ আসরের আজকের দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো সাকিব আল হাসানের বরিশাল।

ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন নাইম শেখ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন শেখ মাহেদি। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই অলরাউন্ডার। পেসার এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৬ রান করে সাজঘরে ফিরেন তিনি।

দিনের শুরুতেই রংপুরের মিডেল অর্ডার ব্যাটাররা ছিলেন রঙহীন। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার রনি তালুকদার ও অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাইডার্সদের পথ দেখান পাকিস্তানি অলরাউন্ডার মালিক।

শেষ দিকে মালিকের অর্ধশতকে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর। বল হাতে মেহেদী হাসান মিরাজ ও চাতুরাঙ্গা ডি সিলভা নেন ২টি করে উইকেট।

রংপুরের দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ফরচুন বরিশাল। রান তাড়া করতে নেমে শুরুতেই চতুরাঙ্গা ডি সিলভার উইকেট হারায় বরিশাল। লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন এনামুল হক বিজয়। সিকান্দার রাজাদের প্রথম আবেদনে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার। কিন্তু রিভিউতে সিদ্ধান্ত যায় রংপুরের পক্ষে। বিজয় অবশ্য অসন্তোষ প্রকাশ করেন এডিআরএস প্রযুক্তির নেয়া সিদ্ধান্তের। ১১ বলে এক চার ও এক ছক্কায় ১৫ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে রংপুরের বোলারদের নাস্তানাবুদ করে তোলেন ইব্রাহিম জাদরান ও মেহেদী হাসান মিরাজ। ক্রিজে ঝড় তুলে তারা দলকে এনে দেন ৮৪ রান। তাতে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বরিশালের জয়। মিরাজ ৪৩ রান করে মাঠ ছাড়লেও জাদরান সাজঘরে ফেরেন ফিফটি হাঁকিয়ে। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন আর ব্যাটিংয়ে নামেননি দলের দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের হয়ে বাকি দায়িত্বটা সামলে নেন ইফতিখার আহমেদ ও করিম জানাত। ইফতিখার ১৮ বলে ২৫ ও করিম ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।