বিপিএলে প্রথম সেঞ্চুরি লেন্ডল সিমন্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেছেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স। মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৫৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স করেছেন ১১৬ রান। তার একার নৈপুণ্যেই মূলত ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পেরেছে সিলেট। তাদের হারিয়ে প্রতিশোধ নিতে ঢাকার সামনে এখন লক্ষ্য ১৭৬ রান।