বিপিএলের সপ্তম আসর ডিসেম্বরে

বিপিএলের সপ্তম আসর ডিসেম্বরে
চলতি বছরই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ষষ্ঠ আসর। সপ্তম আসরও শুরু এ বছরই। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিপিএলের পরের আসর শুরুর দিনক্ষণ জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল টি-টোয়েন্টির ষষ্ঠ আসরটি ২০১৮ সালের শেষের পরিবর্তে অনুষ্ঠিত হয় চলতি বছরের জানুয়ারিতে। তখনই সম্ভাবনা তৈরি হয় একই বছরে বিপিএলের দুই আসর হওয়ার। তাই সত্যি হচ্ছে। বোর্ড সভা শেষে পাপন জানালেন, এ বছরের শেষদিকে হবে বিপিএলের আসন্ন মৌসুমটি। ৩ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। উদ্বোধনের পর আবার ২ দিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে দুই বোলিং কোচ। পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের জায়গায় নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে। স্পিন বোলিং কোচ হিসেবে সুনিল যোশির জায়গায় নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরিকে।