বিপ্লবী বাংলাদেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ অসুস্থ, দোয়া কামনা

দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ অসুস্থ।
শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে অসুস্থবস্থায় প্রথমে বরিশালের বেসরকারী হাসপাতাল আরিফ মেমোরিয়ালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে পরিবার সূত্রে জানায়। তবে তিনি বর্তমানে শেবাচিমের সিসিইউ বিভাগে চিকিৎসকদের গভীর পর্যালোচনায় রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।