বিভাগীয় কমিশনারসহ ৮ কর্মকর্তাকে তলব করলেন হাইকোর্ট

বিভাগীয় কমিশনারসহ ৮ কর্মকর্তাকে তলব করলেন হাইকোর্ট

হাইকোর্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারদের তলব করেছেন। এছাড়া, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ অবৈধ ইটভাটা বন্ধ ও কাঠের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার ব্যাখ্যা চেয়ে এই আদেশ দেন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২২ সালে লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে রিট পিটিশন করেছিল। আদালত অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। ২৮ নভেম্বর আদালত আবারও নির্দেশনা দিলেও অনিয়ম চলমান থাকায় হাইকোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করেছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, পূর্বে বন্ধ হওয়া ইটভাটাগুলোই আবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওদের সরাসরি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।