বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বিভাগীয় প্রানী সম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।

 
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারী ও বেসরকারী দুগ্ধ খামারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সুস্থ্য-সবল থাকতে বেশী বেশী দুগ্ধ খাওয়ার পরামর্শ দেন বক্তারা। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে না পাড়লেও এক বানীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক সবাইকে দুগ্ধ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

 এদিকে সভায় উপস্থিত সরকারি এবং বেসরকারী দুগ্ধ খামারীরা বরিশাল সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য দুগ্ধ সরবরাহের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।