বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ উৎসব ও মেলা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ উৎসব ও মেলা
বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুইদিনব্যাপি পরিবেশ উৎসব ও মেলা শুরু হয়েছ। উৎসব ও মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র বিতরণ, মানববন্ধন ও স্বারকলিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। দুই দিনের ওই মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সহধর্মীনী লিপি আবদুল্লাহ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরের অশি^নী কুমার হলে সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে ওই উৎসব ও মেলা শুরু হয়। বরিশাল বেসরকারী উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তীর সভাপতিত্বে পরিবে দিবসের উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর (অবঃ) শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংস্থা আইসিডি-এর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবীর, পরিবেশবীদ শুভ চন্দ বিপ্র বেদান্তি, রফিকুল আলম, উন্নয়ন কর্মী মো. নাসির আহমেদ, বিআর খান, আ. ছালাম। দিনব্যাপী আলোচনা ও মেলা শেষে সন্ধায় অশি^নী কুমার হলে অনুষ্ঠিত হবে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকালে পরিবেশ রক্ষার দাবিতে অশ্বিনী কুমার হল চত্তর সম্মুখ সড়ক মানবন্ধন কর্মসূচী পালন করা হবে। পরে পরিবেশ সুরক্ষাার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেওয়া হবে। মেলা উপলক্ষে অশি^নী কুমার হলে বিভিন্ন উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে ১০টি স্টল নিয়ে মেলায় অংশ গ্রহণ করে।