বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ দিতে চান নিগার

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এবার প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে খেলতে মুখিয়ে নিগার সুলতানা, সালমা খাতুন, রোমানা আহমেদরা।
অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ দেওয়াই হবে তাদের লক্ষ্য।
আইসিসির এক ভিডিও বার্তায় নিগার বলেন, ‘আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’
২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে চারবার। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ছেলেদের বিশ্বকাপের আগে থেকে হয়ে আসলেও বাংলাদেশের অভিষেক হচ্ছে এই প্রথম।
অধিনায়ক নিগার জানিয়েছেন, শুধু মাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে তার দল।
‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’- বলেন নিগার।
যোগ করেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’
৮ দলের আসরটির প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্ট শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বুধবার নিগার-সালমারা দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে।
পিআর/ডিআর