বিসিএসে প্রবেশের বয়সসীমা কেন ৩২ করা হবে না: হাইকোর্ট

বিসিএসে প্রবেশের বয়সসীমা কেন ৩২ করা হবে না: হাইকোর্ট

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালার বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর কেন করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা অতিক্রান্ত (৩০ বছর) হয়ে ফরিদপুরের মধুখালির বিজিত সরকারসহ ছয়জনের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

মন্ত্রি পরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

ব্যারিস্টার আলতাফ হোসেন বলেন, ‘জুডিসিয়াল সার্ভিসে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। অথচ সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০ বছর। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কেন না ওই অনুচ্ছেদে বলা হয়েছে-প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকতে হবে। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’

বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর ১৪ (১) বলা হয়েছে, কমিশন যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন জারি করবে ওই মাসের প্রথম তারিখে কোনো প্রার্থীর বয়স ২১ বছরের নিচে বা ৩০ বছরের ঊর্ধ্বে হলে তিনি ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

অন্য দিকে ত্রয়োদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৩শ বিজেএস) পরীক্ষা ২০১৯ এর বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামে বলা হয়, প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।