বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে কটুক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লহর নামে ফেসবুকে কটুক্তি ছড়ানো হচ্ছে। ‘বরিশাল উইথ এ মিশন’ (Barishal with a Mission) নামে একটি ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন পোস্ট করে ওই কটুক্তি ছাড়ানো হচ্ছে। একই সঙ্গে মেয়রের অনুসারী ব্যক্তিবর্গের নামেও ওই পেইজে বিভিন্ন পোস্ট ও ভিডিও আপলোড করা হচ্ছে।
‘বরিশাল উইথ এ মিশন’ (Barishal with a Mission) নামে ওই পেইজের একটি পোস্ট পাঠকদের জন্য হুবাহু তুলে ধরা হলো ‘ক্যাসিনো কিং লোকমান এর অন্যতম সহযোগী, কক্সবাজার থানায় মাদক কারবারে অভিযুক্ত বুলু এখন সাদেকের আশ্রয়ে বরিশাল ক্লাবে মদ সরবরাহ করে প্রতিদিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছেন। সাদেকের অবৈধ সভাপতিত্বে বরিশাল ক্লাব এখন বালাখানা’
এদিকে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লহর ইট ভাঙ্গার একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ওই ছবি নিয়ে ‘বরিশাল উইথ এ মিশন’ ফেজবুক পেইজে লিখেছে- ‘মুনাফিক হলেন এমন এক রাজনীতিবিদ যিনি মানুষকে দেখায় একটি কিন্তু করে অন্যটি। যেমন এই ভিডিওতে উনি ইট দিয়ে শুরকি বানাচ্ছেন গড়ার প্রত্যয়ে। কিন্তু ওনার ভেতরে আছে ধ্বংস। হাত পা ভাঙ্গা থেকে ইমারত ভাঙা কিছুই এর বাইরে নয়।’
ওইসব বিষয় নিয়ে বরিশালে কারো মধ্যে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। বিষয়টি বিব্রতকর বলেই মনে হচ্ছে।