বিসিসির ত্রান তহবিলে ব্যবসায়ী মাহফুজ খানের অনুদান

করোনা মোকাবেলায় বরিশাল সিটি করপোরেশনের ত্রান তহবিলে ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এম. খান লিমিটেড নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
সোমবার (১৩ এপ্রিল) জনতা ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখায় অনুদানের ২০ লাখ টাকার চেক জমা দেন এম. খান লিমিডেটের সত্ত্বাধিকারী মো. মাহফুজ খান। তার পক্ষে ব্যবসায়ী সেলিম আহমেদ অনুদানের টাকা ব্যাংকে জমা দেন। ব্যবসায়ী সেলিম আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তবে ব্যাংকের হিসেব খতিয়ে না দেখে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী (এপিএস) মোস্তফা জামান।
বরিশাল সিটি করপোরশেনে এর আগে কোন ত্রান তহবিল ছিলো না। করোনা সংকট মোকাবেলায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তার দায়িত্ব গ্রহনের পর থেকে নিজের প্রাপ্য ১৭ মাসের বেতন-ভাতা সহ অন্যান্য সুবিধাদীর ৩৫ লাখ ৫৪ হাজার টাকা জমা দিয়ে গত ৬ এপ্রিল সিটি করপোরেশনের ত্রান তহবিলের সূচনা করেন।
করোনায় অসহায় মানুষের পাশে দাড়াতে সিটি করপোরেশনের ত্রান তহবিলে দান-অনুদান দেয়ার জন্য বিত্তবান নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ।