বিয়ে করলেন সারিকা

বিয়ে করলেন সারিকা

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি পরিবারের পছন্দে বিয়ে করেন ছোটপর্দার এই তারকা। পাত্র বি আহমেদ রাহী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সেইসাথে মিউজিশিয়ানও।

সারিকা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের ব্যাপারটি। তিনি জানান, পরিবারের পছন্দেই বিয়ে করেছেন। গত ২ ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে (আকদ) সম্পন্ন হয়।

এছাড়া অনুষ্ঠানে তার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন বলেও জানান সারিকা।এর আগে ৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সে সংসারে তার একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। দুজনের বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।