বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের মৃত্যুতে উত্তরণ এর শোক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী সকালে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক শাকিল আহামেদ সহ সংগঠনের সকল শিল্পী ও সদস্যবৃন্দ।