বীরাঙ্গনা পারুল রানীরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরাঙ্গনা পারুল রানীরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরগুনার পাথরঘাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা পারুল রানীর (৯০) দাফন সম্পন্ন করেছে প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলার নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) পারুল রানী মিস্ত্রীকে (৯০) যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত (ওসি) শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, জেলা পরিষদের সদস্য এম এ খালেকসহ মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সমাহিত করা হয়।

এর আগে ৫ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা ও ছেলে মনমথ মিস্ত্রী বীর মুক্তিযোদ্ধা।


ভোরের আলো/ভিঅ/০৬/২০২০