বুধবার থেকে ব্যাংক খোলা থাকবে ৯টা-৪টা পর্যন্ত

জ্বালানি তেল সাশ্রয়ে দেশের সকল ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এতদিন ব্যাংকের দাপ্তরিক কাজের সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।