বুড়িশ্বর নদীর দখল ও দূষণ রোধে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উঠান বৈঠক

বরগুনার তালতলীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স উদ্যোগে বুড়িশ্বর নদীর দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার মাঝের গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উম্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন (বাপা)র আমতলী তালতলী সমন্নয়ক আরিফুর রহমান, নিরাপদ সড়ক চাই তালতলীর আহ্বায়ক নজরুল ইসলাম খান লিটু, বন্যপ্রাণী সংরক্ষণ বরগুনা জেলার সহ-সভাপতি সাকলাইন সজীব, প্রমুখ
এ সময় বক্তারা বলেন, নিশান বাড়িয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারনে, এই এলাকা হুমকির মুখে পরেছে। শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ভেঙেগেছে,ফারির খালের স্লুইস বন্ধ হয়েগেছে। জেলেরা নদীতে মাছ ধরতে পারছেনা।
জলাবদ্ধতা তৈরি হচ্ছে ফসলি জমির পানির নিষ্কাসন সমেস্যা হচ্ছে। তাই পরিবেশ বাঁচাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে সরকারের কাছে অনুরোধ করা হয়।